প্রতিটি বিশ্বকাপ টুর্নামেন্টে থাকে আকর্ষণীয় সব পুরষ্কার। এভাবের ২০২৩ ভারত ওডিআই বিশ্বকাপেও রয়েছে চমক।
কোন দল কত টাকা উপহার হিসেবে পাবে তা আগেই ঘোসনা করেছে আই, সি, সি। এই প্রাইজ মানি কেবল জয়ী দলের জন্যই না, বরং প্রতিটি দল কম বেশি পাবে। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি পাবে অংশগ্রহণকারী ১০ টি দেশ। শুধু তাই নয় প্রতিটি ম্যাচের জন্য প্রাইজমানি দেবে ICC ( International Cricket Council )। যেখানে সর্বোচ্চ প্রইজমানি পাবে বিজয়ীদল এবং সর্বনিম্ন প্রাইজমানি পাবে গ্রুপ পর্ব থকে বাদ পড়া দল।
দল | প্রইজমানি |
---|---|
চ্যাম্পিয়ন | ৪৩ কোটি ৮৯ লক্ষ টাকা |
রানার-আপ | ২১ কোটি ৯৪ লক্ষ টাকা |
সেমিফাইনালিস্ট | ৮ কোটি ৭৮ লক্ষ টাকা |
সেমিতে না উটতে পারা দল | ১ কোটি ৯ লক্ষ টাকা |
গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল | ৪৩ লক্ষ ৮৯ হাজার |
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ২০২৩ এর সকল খেলায় পুরষ্কার দেয়া হবে, এটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সমস্ত আপডেট ও লাইভ খেলা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন।
0 Comments