Symptoms Of Brain Stroke


    ব্রেইন স্ট্রোক আসলে কী?

    একটি শারীরিক দুর্বলতা অর্থাৎ এমন এক ধরনের স্নায়ুজনিত দুর্বলতা যেখানে ব্যক্তি কেন্দ্রীয় ঘাটতি অনুভব করে তাই হল ব্রেইন স্ট্রোক। ব্রেইন স্ট্রোক এর প্রভাবে শরীরের অর্ধাংশের দুর্বলতা সহ বেশ কিছু লক্ষন দেখা যায়।







    সাধারনত ব্রেইন স্ট্রোক দুই ধরনের:

    ১. ইস্কেমিক স্ট্রোক ও

    ২. হেমোরেজিক স্ট্রোক ।



    Symptoms Of Brain Stroke




    ব্রেইন স্ট্রোকের লক্ষন কী কী?

    বেশ কিছু গবেষণা এবং ডাক্তারদের মতে, স্ট্রোক উপসর্গের প্রতি মানুষকে সচেতন হতে হবে।


    ১. শরীরের যেকোন অংশের হঠাৎ দুর্বলতা। হতে পারে হাত, পা কিংবা মুখ।

    ২. যেকোন সময় বিভ্রান্তি কিংবা বুঝতে অসুবিধা হওয়া।

    ৩. হঠাৎ চোখে কোন ধরনের সমস্যা হওয়া। অথবা দেখতে সমস্যা হওয়া।

    ৪. মাথা ঘোরা, হাঁটতে অসুবিধা, শারীরিক ভারসাম্য হারানো ইত্যাদি সমস্যা হটাৎ হওয়া।

    ৫. হুটকরে গুরুতর মাথা ব্যাথা শুরু হওয়া।







    কেনো স্ট্রোকের উপসর্গ অনেকে বুঝতে পারে না?

    স্ট্রোক মস্তিস্ককে অনেকাংশে ক্ষতি করে থাকে, কিন্তু আমরা সহজে তা বুঝতে পারি না। অপরদিকে সাধারণ মানুষ বা তৃতীয় কোন ব্যক্তি এ রোগীর সম্মুখীন হয়, তাদের কাছে আক্রান্ত ব্যক্তিকে অজ্ঞাত অথবা বিভ্রান্ত মনে হয়।







    ব্রেইন স্ট্রোকের রোগীকে কিভাবে চিহ্নিত করা যায়?

    ১. মুখের চামড়া ঝুলে পড়া।

    ২. হাতে কিংবা পায়ের সমস্যার কারনে চলাফেরা ব্যতিক্রম কিছু দেখা গেলে।

    ৩. কথায় জড়তা হলে।






    স্ট্রোকের সময় সাধারণ মানুষের করনীয় কী?

    ব্রেইন স্ট্রোক হলে খুব দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এজন্য প্রথমত সাধারণ মানুষকে জানতে হবে যে কোনগুলো স্ট্রোকের লক্ষণ। যার ফলে দ্রুত রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া যাবে এবং ডাক্তার সে অনুযায়ী চিকিৎসা দিতে পারবে। এতে স্ট্রোক হওয়া ব্যক্তির প্রান বেঁচে যেতে পারে।

    Post a Comment

    0 Comments