জ্বর সর্দি কমানোর ঘরোয়া উপায়
আবহাওয়া পরিবর্তন হলে আমরা নানা রোগে আক্রান্ত হই। তার মধ্যে জ্বর অন্যতম। ঠান্ডা থেকে যেসব জ্বর হয় সেগুলোতে মাথা ব্যাথা সহ শরীরের অন্যান্য অংশে ব্যাথা হয়।
১. তুলসী পাতা
তুলসী পাতা বেশিরভাগ রোগের নিরাময় হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। তুলসী পাতার রসের এত গুনাগুনের কারনে অনেকেই বাড়িতে এ গাছ লাগায়। তুলসি পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল জ্বর ও ঠান্ডার জন্য খুবই উপকারী।
খাওয়ার নিয়মঃ-
প্রথমে ধুয়ে কতগুলো তুলসী পাতা নিন। এগুলো পাতিলে নিয়ে ফুটিয়ে নিন। ছাকনি দিয়ে ছেকে এর পানি পান করুন।
২. দারুচিনি
গলা ব্যথা, কফ দূর করার ক্ষেত্রে দারুচিনি অপরিসীম ভূমিকা রাখে। দারুচিনির মধ্যে থাকা অ্যান্টি ফাংগাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল দেহের বিভিন্ন সমস্যা দূর করে।
খাওয়ার নিয়মঃ-
দারুচিনি গুঁড়ো মধুর সাথে কিংবা চায়ের সাথে দিয়ে খান। দৈনিক কমপক্ষে ৩ বার এটি পান করুন। এতে আপনি সুফল ভোগ করবেন।
৩. রসুন খাওয়া
রসুন রান্নার করে খাওয়া হলেও কাচা রসুনে অনেক উপাদান থাকে, যেগুলো ঠান্ডা ও জ্বরে উপকারী। রসুন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
খাওয়ার নিয়মঃ-
রসুন নানা ভাবে খেতে পারেন। খালি পেটে খেতে পারেন। ভাতের সাথে খেতে পারবেন।
৪. তরল খাবার
শুধু জ্বর কিংবা সর্দি নয় সকল ধরনের রোগের জন্য উপকারী হল পানি। আপনি চাইলে শরবত বানিয়েও খেতে পারে। তবে এক্ষেত্রে দোকানের কোল্ড ড্রিংস থেকে বিরত থাকুন। বাসায় তৈরি খাবার খান। তরল খাবার অবশ্য বিশুদ্ধ পানি খেতে হবে।
জ্বর সর্দি কাশির ঔষধের নাম
জ্বর সর্দি জনিত সমস্যার কিছু ঔষধের নাম নিচে দেয়া হল। তবে এগুলো আপনি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।
জ্বরের প্যারাসিটামল ট্যাবলেট
1. Renova Tablet
2. Napa Extra Tablet
3. Napa Extend Tablet
4. Xpa XR Tablet
5. Ace Tablet
6. Ace plus Tablet
জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট হল
1. tab- Zimex 250 mg
2. tab- Zimex 500 mg
3.tab- Avloclav 625 mg
4.tab- AZ 500 mg
5.tab- Fymoxl
6.tab- Flagl
7.tab- Azin 250 mg
সর্দির ট্যাবলেট গুলি
1. Histacin tab
2. sinamin tab
3. Histamin tab
4. Alatrol tab
5. Histin tab
কাশির ট্যাবলেট বা ক্যাপসুল
1. Ambrox SR
2. Acorex
3. Vicks
4. Ambeet
5. Ambozin SR
কাশির সিরাপের নাম
1. Ambrox Syrup
2. Varex Syrup
3. Tusca Plus Syrup
4. Exicof Syrup
5.Ambolit Syrup
6. Dexpoten Syrup
নাকের ড্রপ এর নাম
1.Nasal drops
2. Drops Azolin NS
3. Drops Antazol
4. Drops Natazol
5.Drops Oxrin
বিশেষ সতর্কতা!
এখানে শুধুমাত্র কোন অসুখের কোন ঔষধ তা লেখা হয়েছে। আপনার শরীরের কন্ডিশন বা অবস্তা অনুযায়ী আপনাকে ঔষধ সেবন করতে হবে। তাই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।
0 Comments