বাজারে অভিন্ন কোন কোম্পানির বা ব্রান্ডের একই নামের দুই ধরনের ফোন দেখে প্রথমে হয়ত আমরা অনেকেই অবাক হয়েছি। একই নাম বা মডেল হওয়া শর্তে এদের মধ্যে দামের অনেক পার্থক্য রয়েছে। এগুলোর মধ্যে একটি হল অফিশিয়াল অন্যটি হল আন-অফিশিয়াল। সাধারন ভাবে বুঝার কোন উপায় নেই কোনটি অফিশিয়াল আর কোনটি আন-অফিশিয়াল। কেননা নতুন অবস্থায় সকল ফুনেরই পারফরমেন্স অনেক ভালো থাকে। ফোন কেনার আগে অবশ্যই জেনে নিন অফিশিয়াল ও আন-অফিশিয়াল ফোনের পার্থক্য:
অফিসিয়াল ফোন
সাধারন যে ফোনগুলো একটি দেশের সকল নিয়ম মেনে আনা হয় সেগুলো অফিশিয়াল ফোন। অর্থাৎ যে মোবাইল গুলো ভ্যাট ও ট্যাক্স দিয়ে সরকারি সকল অনুমতি নিয়ে একটি দেশে ব্যবহারের জন্য কিংবা বিক্রয়ের জন্য আনা হয় তাই অফিসিয়াল ফোন। এসকল ফোন বৈধ ভাবে একটি দেশে প্রবেশ করে থাকে। এই ফোন গুলো দেশে আনার পর ব্যবহার কারীর নিকট পৌছানোর পূর্বে বৈধতার জন্য রেজিস্টেশন করা হয়। একজন ব্যবহারকারী অফিশিয়াল ফোন নিশ্চতভাবে ব্যবহার করতে পারে এবং এর থেকে অতিরিক্ত উপযোগ ব্যবহার করে।
আন-অফিসিয়াল ফোন
অফিশিয়াল ফোন যেসব নিয়ম মেনে আনা হয় তার বিপরীতে যে ফোন আনা হয়, তাই আন-অফিশিয়াল ফোন। যে মোবাইল ফোনগুলো ভ্যাট ও ট্যাক্স বিহীন সরকারি কোন প্রকার অনুমতি না নিয়ে একটি দেশে ব্যবহারের জন্য কিংবা বিক্রয়ের জন্য আনা হয় তাই আন-অফিসিয়াল ফোন। একজন ব্যবহারকারী আন-অফিশিয়াল ফোন নিশ্চতভাবে ব্যবহার করতে পারে না। কারন এতে তেমন কোন গ্যারান্টি ও ওয়ারেন্টির সুযোগ থাকে না। এর থেকে কোন ব্যবহারকারী অতিরিক্ত কোন প্রকার উপযোগ ব্যবহার করতে পারে না।
অফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধা
১. অফিসিয়াল মোবাইল ফোনের গ্যারান্টি ও ওয়ারেন্টির সুযোগ থাকে।
২. মোবাইলে থাকা সুযোগ সুবিধা সঠিক ভাবে পাওয়া যায়।
৩. ফোনের মালিকানা সত্ব লাভ করা যায়।
৪. মোবাইল হারালে খুব সহজেই ট্রাকিং করে ফোনের অবস্থান জানা যায়।
৫. কোম্পানির তৈরিকৃত অরিজিনাল ফোনটি পাওয়া যায়।
৬. কোম্পানি কতৃক ফোনের আপডেট গুলো সেটআপ করা যায়।
৭.অফিশিয়াল মোবাইলের দাম তুলনামূলক বেশি হয়।
আন-অফিসিয়াল ফোনের সুবিধা অসুবিধা
১.আন-অফিসিয়াল ফোন অফিশিয়াল ফোনের থেকে অনেক কম দামে পাওয়া যায়।
২.আন-অফিশিয়াল ফোনের গ্যারান্টি ও ওয়ারেন্টির সুযোগ-সুবিধা পাওয়া যায় না।
৩. ফোনের অন্য সুযোগ-সুবিধা সঠিকভাবে পাওয়া যায় না।
৪.ফোনের মালিকানা সত্ব লাভ করা যায় না।
৫.মোবাইলের অবস্থান জানার জন্য ট্রাকিং করা যায় না।
৬.ব্রান্ডের প্রেরনকৃত অরিজিনাল ফোন পাওয়া যায় না।
৮.মোবাইলের কোন প্রকার আপডেট দেয়া যায় না।
0 Comments