Best 10 cold medicine



    মানবদেহে সর্দি-কাশি এবং এর থেকে জ্বর আসা খুবই স্বাভাবিক। আবহাওয়া পরিবর্তনের ফলেও সর্দি-কাশি হয়ে থাকে। সর্দি হওয়া স্বাভাবিক হলেও অনেক সময় এটি ভয়ংকর হয়ে পড়ে। যার ফলে আমরা চিন্তায় পড়ে যাই। তবে বর্তমান আধুনিক এই যুগে সর্দি-কাশি থেকে নিরাময়ের অনেক ঔষধ তৈরি হয়েছে। যেগুলো সেবন করার মাধ্যমে আমরা খুব সহজেই সর্দি থেকে মুক্তি পেতে পারি। ঔষধের পাশাপাশি সর্দি থেকে বেঁচে থাকতে আমরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারি। চলুন জেনে নেই সর্দি-কাশি থেকে নিরাময় পাওয়ার ১০ টি ঔষধের নাম।


    Best 10 cold medicine




    বি:দ্র: শুধু মাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের এসব ঔষধ সেবন করতে হবে।




    সর্দির থেকে মুক্তির ১০টি ট্যাবলেটের নাম হলো:


    ১)হিস্টারসিন (Histachin)


    ২)ফিলামেক্স ( Flamex )


    ৩)সিনামিন (Senamen)


    ৪)এইস (Ace)


    ৫)মেটরিল ( Metril)


    ৬)ডেসলর (Dslor)


    ৭)নিওসিলর (Neocilor) 


    ৮)নাপা এক্সটেন্ড (Napa Extend)


    ৯)হিস্টালেক (Histalex)


    ১০)এন্টিবায়টিক (Antibiotic)




    আমাদের দেশের সবচেয়ে ভালো কোম্পানির হল স্কয়ার। এর জনপ্রিয়তা শুধু ঔষধের গুনে। অন্য সকল ঔষধ থেকে এ ঔষধের কার্যকারীতা কিছুটা বেশি।


    স্কয়ার কোম্পানির যেসকল সর্দির ট্যাবলেটগুলো রয়েছে তার নাম হলো:


    1) Cinaron


    2) Cefotil


    3) Cefotil +


    4) Carva


    5) Cinaron +


    নোটঃ এসকল ঔষধ অবশ্যই ডাক্তারের নির্দেশ ব্যতিত সেবন করা যাবে না। 




    Post a Comment

    0 Comments