Benifit of Health Insurance in bangla-Tips bangla


    What is Health Insurance? স্বাস্থ্য বীমা কি?

    স্বাস্থ্য বীমা হচ্ছে এমন একটি চুক্তি যা গ্রহীতার বীমা কোম্পানি কতৃক, নির্দিষ্ট শর্ত অনুযায়ী আংশিক কিংবা সম্পূর্ণ চিকিৎসা খরচ পেয়ে থাকবে।

    Benifit of Health Insurance in bangla


    Health Insurance বা স্বাস্থ্য বীমার পরিকল্পনা কী? 

    স্বাস্থ্যবীমা বা health insurance সম্পর্কে হয়তো অনেকেরই ধারনা নেই। আবার থাকলেও খুব অল্প ধারনাই health insurance এর বিষয়ে রয়েছে। এই health insurance বা স্বাস্থ্য বিমার কাজ আসলে কি? শুধু কি healthcare বা স্বাস্থ্যসেবা সুবিধাই health insurance এ প্রদান করা হয়। এখানে আপনি সবচেয় ভাল health insurance কোনটি তা ও জানতে পারবেন। Health insurance এর মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের ঝুকি কমিয়ে, নিশ্চিতভাবে চিকিৎসা সেবা পেয়ে থাকবেন।

    দিন দিন চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যার কারনে মানুষ স্বাস্থ্য বীমা বা health insurance এর দিকে ঝুকছে।


    স্বাস্থ্য বীমা বা Health Insurance করার আগে যা জানতে হবে

    চিকিৎসা সেবার খরচের সাহয্য পাওয়ার জন্য health insurance বা একটি স্বাস্থ্য বীমা করা উচিৎ।

    ১. স্বাস্থ্য বীমার মেয়াদ সম্পর্কে ভালভাবে জানতে হবে।

    ২. কো-পো অর্থাৎ হাসপাতালের খরচের কত শতাংশ বীমা কোম্পানি বহন করবে তা জেনে নিন।

    ৩. গ্রহীতা কত দিনের মধ্য অসুস্থ হলে চিকিৎসা খরচ পাবে।

    ৪. গ্রহীতা যত দিন বাঁচবে চিকিৎসা সেবা পাবে তা নিশ্চিত করুন।

    ৫. কোন নির্দিষ্ট অসুখের চিকিৎসা সেবা দিবে তা জানুন।



    স্বাস্থ্য বীমার প্রকারভেদ (Type of Health Insurance) 

    বিভিন্ন ধরনের ও ভিন্ন মেয়াদী স্বাস্থ্য বীমা রয়েছে। সেগুলো হল:

    ১. ব্যক্তির স্বাস্থ্য বীমা।

    ২. পারিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা।

    ৩. সিনিয়র সিটিজেন বা বয়সভিত্তিক স্বাস্থ্য বীমা।

    ৪. জটিল বা প্রনঘাতী অসুস্থতার বীমা।

    ৫. টপ-আপ বীমা।


    স্বাস্থ্য বীমার সুবিধাসমূহ (Benefit of Health Insurance) 

    স্বাস্থ্য বীমা বা health insurance কে কভারেজ ধরা যেতে পারে। কেননা স্বাস্থ্য বীমা গ্রহীতার চিকিৎসা খরচ বা ক্ষতিপূরণ বহন করে থাকে।

    ১. অ্যাম্বুলেন্স চার্জ সহ আরো অন্য খরচের আর্থিক সুরক্ষার পাওয়া।

    ২. Health insurance করলে আপনাকে নগদ অর্থ প্রদান করতে হবে না।

    ৩. স্বাস্থ্য বীমা থেকে নো ক্লেম বোনাস (NCB) দেয়া হয়।

    ৪. জটিল রোগের জন্যও অনেক বীমা কোম্পানি অর্থিক সাহায্য কর থাকে।

    ৫. বীমা কোম্পানি কতৃত ICU এর অর্থিক সাহায্য।

    Post a Comment

    1 Comments